Case Filed At High Court In Nagrakata Case

নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিধায়কে মারধরের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

উল্লেখ্য, বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর হামলার ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আক্রামুল হক, গোবিন্দ শর্মা, সাহানুর আলম ওরফে মান্নান, তোফায়েল হোসেন ওরফে মিলন। পুলিশ সুত্রের খবর, ধৃতেরা নাগরাকাটার বাসিন্দা। আজ, বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হবে।

নাগরাকাটা-কান্ডে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:০৯ অক্টোবর ২০২৫ ০৩:২৮

জলপাইগুড়ির নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ঘটনার নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়ে দু’টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রতিনিধিদের ওপর হামলার ঘটনায় আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সোমবারে খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় এ দিন হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবীরা। জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে আদালতের অনুমতি চাওয়া হয়। হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সুত্রের খবর আগামী ১৪ অক্টোবর, মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মামলাকারীর আইনজীবীর আবেদন, এনআইএ এই ঘটনার তদন্ত করুক। সাংসদ খগেন মুর্মু জনজাতির সম্প্রদায়ের মানুষ। তাই তাঁর ওপর হামলার ঘটনা তদন্ত সাধারণ পুলিশ করতে পারে না। তাই জনজাতি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হোক বলেও আদালতের কাছে দাবি করেছেন আইনজীবী অনিন্দ‍্যসুন্দর দাস। বৃহস্পতিবার অনিন্দ‍্যসুন্দর বলেন, “একজন জনপ্রতিনিধি যদি এরকম ভাবে প্রহৃত হন, তাহলে সাধারণ মানুষের কী হবে? তাই আমরা নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছি। আমরা ঘটনার তদন্ত এনআইএ-কে দিয়ে করানোর আর্জি জানিয়েছি।”

প্রসঙ্গত, সোমবার জলপাইগুড়ির নাগরাটাকায় দুর্যোগকবলিত এলাকায় গিয়েছিলেন মালদহ উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে গিয়ে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। ভাঙচুর করা হয় গাড়ি। পাথরের আঘাতে নাক-মুখ ফেটে যায় খগেনের। সাংসদের চোখের তলায় হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। শঙ্করের হাতে আঘাত লাগে। বিধায়ক শঙ্কর ঘোষ হাসপাতাল থেকে ছাড়া পেলেও সাংসদ খগেন মুর্মু এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর হামলার ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আক্রামুল হক, গোবিন্দ শর্মা, সাহানুর আলম ওরফে মান্নান, তোফায়েল হোসেন ওরফে মিলন। পুলিশ সুত্রের খবর, ধৃতেরা নাগরাকাটার বাসিন্দা। আজ, বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হবে। 


Share