Suvendu Adhikari Attacked

চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে থানায় ধর্নায় বসে পড়লেন বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী জানান, বারবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তার পরেই চন্দ্রকোনা থানায় চলে যান। গিয়ে তিনি সটান মাটিতে বসে পড়েন। তাঁর দাবি, যত ক্ষণ না অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে, তত ক্ষণ তিনি অবস্থান চালিয়ে যাবেন।

চন্দ্রকোনা থানায় অবস্থানে বসে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা
  • শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০২:১৪

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আক্রান্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, সেখানে তাঁর কনভয়ে থাকা গাড়িতে তৃণমূল কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে হামলা চালিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে চন্দ্রকোনা থানায় বসে ধর্নায় বসে পড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৮টা ২০ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা মোড়ের সামনে বিজেপি কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময়ই এক তৃণমূল কর্মী নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গাড়ি আটকায়। তার এক পর্যায়ে শুভেন্দুর কনভয়ের সামনের দিকে থাকা কয়েকটি গাড়িতে বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। অভিযোগ, প্রকাশ‍্য রাস্তায় এক ঘন্টা ধরে ঝামেলা চলে। পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী জানান, বারবার পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তার পরেই চন্দ্রকোনা থানায় চলে যান। গিয়ে তিনি সটান মাটিতে বসে পড়েন। তাঁর দাবি, যত ক্ষণ না অভিযুক্তরা গ্রেফতার হচ্ছে, তত ক্ষণ তিনি অবস্থান চালিয়ে যাবেন।

ইতিমধ্যেই নিজের সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাতে দেখা যাচ্ছে কয়েক জন তৃণমূল কর্মী পতাকার লাগানো লাঠি দিয়ে কনভয়ে থাকা গাড়ির মধ্যে পরপর আঘাত করছে। তিনি লিখেছেন, ‘‍’পশ্চিমবঙ্গের মানুষ এই আইনহীন স্বৈরতন্ত্রের চেয়ে অনেক ভালো শাসন পাওয়ার যোগ্য। পুলিশের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি একচুলও পিছিয়ে যাব না।’’

শুভেন্দু অধিকারী বলেন, “যত ক্ষণ না আপনারা অভিযুক্তদের গ্রেফতার করছেন, তত ক্ষণ আমি এখানেই বসে থাকব। আপনি পুলিশ সুপারকে বলুন। আপনার পদাধিকারীকে জানান, আমরা এখানে আছি।” থানার বাইরে বিজেপি কর্মীদের ভিড় ক্রমশই বাড়ছে। প্রায় চার ঘণ্টা পার হয়ে গিয়েছে। এখনও তিনি গ্রেফতারির দাবিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন।


Share