Three Arrest In Durgapur Rape Case

দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তাঁর সহপাঠী-সহ তিনজন, দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ, বাকিদের খোঁজে তল্লাশি

ঘটনার পরে রাজ‍্য পুলিশ জানায়, ‘দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীর উপর যৌন নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, অপরাধীরা কোনও ভাবেই শাস্তি এড়াতে পারবে না। নির্যাতিতার যন্ত্রণা যেমন ওডিশার, তেমনই আমাদেরও।’

দুর্গাপুরকান্ডে গ্রেফতার তিনজন।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট:১২ অক্টোবর ২০২৫ ১১:৫৫

দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে তরুণীর এক সহপাঠী রয়েছে। আপাতত খানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি ড্রোন উড়িয়ে চলছে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার কাজ শুরু হয়েছে।

নির্যাতিতা ছাত্রীর ওড়িশার বালেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। নির্যাতিতার পরিবার সুত্রের খবর, শুক্রবার রাত ন’টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে ক‍্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে ফেরার সময় কয়েক জন যুবক এসে তাঁদের পথ আটকায়। হেনস্থা করা হয়। এর পরেই ছাত্রীকে টেনেহিঁচড়ে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর কাছ থেকে ফোন এবং পাঁচ হাজার টাকা নগদ কেড়ে নেওয়া হয়। 

ঘটনার তদন্তে নেমে শনিবার রাতেই তরুণীর সহপাঠীকে আটক করে থানায় নিয়ে যায়। তার দেওয়া বয়ানের সত‍্যসত‍্য জাচাইয়ের কাজ চলছে। শনিবার গভীর রাতে আরও দু’জনকে আটক করে পুলিশ। রবিবার সকালে সকালে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্রের খবর, আরও কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজে ‘গণধর্ষণ’-এর ঘটনায় সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে রাজ‍্য পুলিশ। বলা হয়, ‘দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীর উপর যৌন নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, অপরাধীরা কোনও ভাবেই শাস্তি এড়াতে পারবে না। নির্যাতিতার যন্ত্রণা যেমন ওডিশার, তেমনই আমাদেরও।’ অপরাধীদের বিচারের মুখোমুখি আনতে আমরা প্রয়াসে কোনও ত্রুটিই রাখা হবে না বলেও জানায় রাজ‍্য পুলিশ।


Share