One Medical Student Allegedly Raped

জঙ্গল রাজ! রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ দুর্গাপুরে, তদন্তে পুলিশ

নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, “মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম। তাঁর সঙ্গে নির্যাতনের এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। যা পরিস্থিতি মেয়েকে আর এখানে রাখব না।”

দুর্গাপুরে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট:১১ অক্টোবর ২০২৫ ১১:৪৮

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, শুক্রবার রাত ন’টা নাগাদ ওই ছাত্রী তাঁর সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ে পাঁচ জন যুবক ছাত্রীকে তুলে পাশের জঙ্গলে নিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। 

নির্যাতিতা ছাত্রীর ওড়িশার বালেশ্বরের বাসিন্দা বলে জানা গিয়েছে। নির্যাতিতার পরিবার সুত্রের খবর, শুক্রবার রাত ন’টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে ক‍্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে ফেরার সময় পাঁচজন যুবক এসে তাঁদের পথ আটকায়। এর পরেই ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তরুণীর ফোনও কেড়ে নেওয়া হয়। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করা হয় ওই ছাত্রীকে।

এক পরে তরুণীর সহপাঠী তাঁকে উদ্ধার করে কলেজে নিয়ে যান। ওই হাসপাতালেই নির্যাতিতা ছাত্রীকে ভর্তি করানো হয়। নির্যাতিতার সহপাঠী এক ছাত্রী তাঁর বাড়িতে ফোন করে ঘটনাটি জানান। রাতেই তাঁর পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন। হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন। ওই তরুণী পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলেন। 

নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, যে ছাত্রের সঙ্গে ওই তরুণী কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন, তাঁর ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক। তাঁদের এ-ও দাবি, ঘটনার সময়ে প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিল সে। 

খবর দেওয়া হয় পুলিশকে। নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। পুলিশের আধিকারিকেরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। রেকর্ড করা হচ্ছে বয়ান। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, “মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম। তাঁর সঙ্গে নির্যাতনের এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। যা পরিস্থিতি মেয়েকে আর এখানে রাখব না।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ অগস্ট কলকাতার আরজি কর মেডিকেলে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। এই ঘটনা ফের সেই ভয়াবহ স্মৃতি উস্কে দিচ্ছে।


Share