Mamata Banerjee on Durgapur Rape Case

‘রাতে মেয়েদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়’, দুর্গাপুর গণধর্ষণ-কান্ড নিয়ে মন্তব্য মমতার, কটাক্ষ বিজেপির

শুক্রবার রাত ন’টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে ক‍্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে ফেরার সময় কয়েক জন যুবক এসে তাঁদের পথ আটকায়। হেনস্থা করা হয়। এর পরেই ছাত্রীকে টেনেহিঁচড়ে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১২ অক্টোবর ২০২৫ ০৪:১৫

দুর্গাপুরের আইকিউ মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বলেন, রাতের বেলা মেয়েদের বাইরে বেরোতে দেওয়া উচিত নয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের সুরক্ষার দ্বায়িত্ব যে ওই বেসরকারি মেডিকেলের, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব‍্য বলেন, ‘এটা নতুন কিছু নয়। এর আগের ঘটনাগুলিতে তিনি নির্যাতিতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন।’

নির্যাতিতা ছাত্রীর ওড়িশার বালেশ্বরের বাসিন্দা। দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। নির্যাতিতার পরিবার সুত্রের খবর, শুক্রবার রাত ন’টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে ক‍্যাম্পাসের বাইরে খাবার খেতে গিয়েছিলেন। খাবার খেয়ে ফেরার সময় কয়েক জন যুবক এসে তাঁদের পথ আটকায়। হেনস্থা করা হয়। এর পরেই ছাত্রীকে টেনেহিঁচড়ে রাস্তা থেকে তুলে পাশের শ্মশানের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর কাছ থেকে ফোন এবং পাঁচ হাজার টাকা নগদ কেড়ে নেওয়া হয়।

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বলেন, “জায়গাটা জঙ্গল দিয়ে ঘেরা। বেসরকারি মেডিকেল কলেজের দ্বায়িত্ব ছিল তাদের (ছাত্রছাত্রী) যত্নে রাখা। বিশেষ করে ছাত্রীদের।” তাঁর কথায়, যায়গাটা যে হেতু জঙ্গল দিয়ে ঘেরা তাই রাতের বেলা বাইরে মেয়েদের বেরোতে দেওয়া উচিত নয়। এমন মন্তব্যের পাশাপাশি মমতা ঘটনার নিন্দাও করেছেন। তিনি বলেন, “ঘটনাটি মর্মান্তিক। ছাত্রীটি বেসরকারি মেডিকেলের। কী করে রাত সাড়ে ১২টার সময় বাইরে বেরিয়ে যাচ্ছে? এর পরে কী হয়েছে জানি না।”

ঘটনার তদন্তে নেমে শনিবার রাতেই তরুণীর সহপাঠীকে আটক করে থানায় নিয়ে যায়। তার দেওয়া বয়ানের সত‍্যসত‍্য জাচাইয়ের কাজ চলছে। শনিবার গভীর রাতে আরও দু’জনকে আটক করে পুলিশ। রবিবার সকালে সকালে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে মমতা বলেন, “তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ বাকি অপরাধীদের খুঁজছে। দেষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেলের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির তরফে আমিত মালব্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার সেই ছাত্রীকে অপমানজনক মন্তব্য করেছেন। তিনি মহিলাদের বলছেন যে, মহিলারা যেন গভীর রাত্রে বাড়ি থেকে না বেরোয়। যদি মহিলারা বাইরে বেরোন, তবে তারা ধর্ষণের মতো ঘটনাকে আহ্বান জানাচ্ছেন।” তিনি আরও বলেন, “ তিনি এ রকম অসংবেদনশীল কথা বলছেন, তা কিন্তু প্রথম বার নয়। বারংবার তিনি নির্যাতিতাদের দোষারোপ করেছেন। অপরাধীদের কোন দোষ দেননি। যে মুখ্যমন্ত্রী নারীর অন্ধকার সময় পাশে দাঁড়াতে পারেন না, তাদেরকে তিনি শাসন করার যোগ্যতাও রাখেন না।”

শনিবারের ঘটনার পরে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সচিবালয় থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানো হয়েছিল। রবিবার তা নিয়েও খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ আগে ওড়িশায় তিনজন মহিলাকে ধর্ষণ করা হয়। ওড়িশা সরকার কী ব‍্যবস্থা নিয়েছে? এ রাজ্যে এমন কিছু ঘটলে আমরা হালকা ভাবে নিই না। খুব গুরুত্ব সহকারে তা দেখা হয়।” এই বিষয়ে তিনি আরও জানান, “আমরা এক থেকে দুই মাসের মধ্যে চার্জশিট করে দিই। এমনকি নিম্ন আদালত অনেক মামলাতে ফাঁসির সাজা দিয়েছে।”


Share