High Court

কনভয়ে হামলার ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ রাজ‍্যের বিরোধী দলনেতা, মামলার দায়ের করার অনুমতি বিচারপতির

রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবীর কথায়, গত শনিবার পুরুলিয়ার জনসভা সেরে বাড়ির দিকে শুভেন্দু অধিকারীর আসছিলেন। সেই সময় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা মোড়ের কাছে তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকী, তাঁকে হত‍্যার চেষ্ঠা করা হয়েছিল বলে অভিযোগ।

কনভয়ে হামলার ঘটনায় হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৩:১১

কনভয়ে হামলার ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনায় তিনি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। মঙ্গলবার এই নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।

রাজ্যের বিরোধী দলনেতার আইনজীবীর কথায়, গত শনিবার পুরুলিয়ার জনসভা সেরে বাড়ির দিকে শুভেন্দু অধিকারীর আসছিলেন। সেই সময় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা মোড়ের কাছে তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকী, তাঁকে হত‍্যার চেষ্ঠা করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। একজনকেও গ্রেফতার করা হয়নি। বিজেপি নেতার দাবি, প্রাণঘাতী হামলা চালানোর পরেও পুলিশ খুনের চেষ্টার ধারা দেয়নি। এর পরেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। ঘটনায় তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে করানোর দাবি করেছেন। চলতি সপ্তাহেই বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলাটি শুনবেন বলে জানা গিয়েছে।

শনিবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যা ৮টা ২০ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা মোড়ের সামনে বিজেপি কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময়ই এক তৃণমূল কর্মী নন্দীগ্রামের বিজেপি বিধায়কের গাড়ি আটকায়। তার এক পর্যায়ে শুভেন্দুর কনভয়ের সামনের দিকে থাকা কয়েকটি গাড়িতে বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। অভিযোগ, প্রকাশ‍্য রাস্তায় এক ঘন্টা ধরে ঝামেলা চলে। পুলিশের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে বলেও দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এর পরেই গড়বেতা থানার চন্দ্রকোনা বিট হাউস ফাঁড়িতে গিয়ে অবস্থানে বলে পড়েন। প্রায় দেড়টা পর্যন্ত চলে অবস্থান। তার পরে বেরিয়ে যান। একটি মশাল মিছিলও করেন। কনভয়ে হামলার ঘটনায় আজ মঙ্গলবার চন্দ্রকোনায় বিজেপি মিছিল করবে। সেই মিছিলে নেতৃত্ব দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


Share