Kolkata Metro Rail

দমদম স্টেশনে সিগন্যাল বিভ্রাট, ভাঙা পথে চলছে মেট্রো, যাত্রী ভোগান্তি চরমে

চলতি সপ্তাহে দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল বসে যাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনে মেট্রো পরিষেবা। পাশের স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে চেপে যাত্রীরা গন্তব্যে রওনা দেন। সে দিনও যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:১১ অক্টোবর ২০২৫ ০৩:৩৯

ফের ব্লু-লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, দুপুর ১টা নাগাদ দমদম স্টেশনের সিগন্যালে সমস্যা দেখা দেয়। তার ফলেই দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। ভাঙা পথে চলছে মেট্রো। ফলে যাত্রী হয়রানি চরমে উঠেছে।

মেট্রোরেল সূত্রের খবর, শনিবার দুপুরে সিগন্যালের গোলযোগের বিষয়টা সামনে এসেছে। ফলে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় যাত্রী পরিষেবা। ভাঙা পথেই চলে মেট্রো। জানা গিয়েছে, ওই সময় একটি ট্রেন শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত এবং পরের ট্রেনটি দক্ষিণেশ্বর পর্যন্ত চলে। সেই ট্রেনটি আবার দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরামে ফিরে যায়। 

খবর পেয়ে মেট্রোর ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছোয়। দুপুর আড়াইটে পর্যন্ত স্বাভাবিক করা যায়নি। তবে খুব তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক চালু হয়ে যাবে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। কখনও ১০ আবার কখনও ১৫ মিনিটও মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকে। ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল বসে যাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনে মেট্রো পরিষেবা। পাশের স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে চেপে যাত্রীরা গন্তব্যে রওনা দেন। সে দিনও যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। 


Share