IPAC Case

তল্লাশি চলাকালীন নৈরাজ্য সৃষ্টি! রাজ্য পুলিশের ডিজিকে সাসপেন্ড করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে ইডি, শুনানি আজ

রাজীব কুমারের সাসপেন্ড করার আর্জি জানিয়েছে ইডি। কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতর এবং স্বরাষ্ট্রমন্ত্রকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ারও আর্জি জানো হয়েছে। বাকি আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতের কাছে।

প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:০৪

সল্টলেক সেক্টর ফাইভের আইপ‍্যাক-এর দফতরে ইডি তল্লাশির দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ একাধিক আইপিএস অফিসার। এ বার তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করার জন্য নতুন করে আর্জি জানালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজীব কুমারকে সাসপেন্ড করার আর্জি জানানো হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে।

গত ৮ জানুয়ারির ঘটনায় হাই কোর্টে মামলার মুলতুবি হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় ইডি। সেখানে দুটি মামলা করা হয়েছিল। একটি করেছিল ইডি। অপরটি করেছিলেন দুই ইডি আধিকারিক। এ বার রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে পৃথকভাবে আরোও একটি আর্জি সুপ্রিম কোর্টে জানানো হল। ইডির অভিযোগ, সল্টলেক সেক্টর ফাইভের আইপ‍্যাকের দফতরে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছিলেন। তাঁর সঙ্গ দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ কিছু পুলিশের শীর্ষ আধিকারিক। ইডি আধিকারিকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন। তাঁদের কাজে অসহযোগিতা করেছেন। এর জেরে তদন্তের সময় নৈরাজ্য সৃষ্টি হয়েছে।

ইডির দাবি, রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অবিলম্বে নিলম্বিত (সাসপেন্ড) করা হোক। ইডি জানিয়েছে, আইপিএস আধিকারিকেরা কেন্দ্রীয় সরকারের কর্মী। রাজ‍্যে তাঁরা ডেপুটেশনে থাকেন। তাই কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হোক। এ ছাড়াও, সেখানে যে সমস্ত পুলিশ আধিকারিক ছিল তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হোক বলেও সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ১১টা ৩০ মিনিট থেকে শীর্ষ আদালতে এই মামলার শুনানি রয়েছে।


Share