Bus Accident

পার্ক সার্কাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী সরকারি বাস, জখম অন্তত ২২ জন, চলছে উদ্ধারকাজ

প্রথমিক ভাবে জানা গিয়েছে, বাসটি হাওড়া থেকে পার্ক সার্কাস হয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। প্রত‍্যক্ষদর্শীদের দাবি, তোপসিয়ার মোড়ে আসতেই বাসের সামনে একটি মোটরবাইক চলে এসেছিল। মুখোমুখি সংঘর্ষ রুখতে কাটাতে গিয়ে পাশের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এর পরেই উল্টে যায়।

উল্টে পড়ে রয়েছে বাসটি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১১:১৩

সাতসকালে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। সকাল ৮টা নাগাদ তোপসিয়ার মোড়ে ঘটনাটি ঘটেছে। সেখানে একটি যাত্রীবাহী সরকারি বাস উল্টে গিয়েছে। বাসটির পিছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে নিয়ে আসা হয়েছে। জখমদের উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রথমিক ভাবে জানা গিয়েছে, বাসটি হাওড়া থেকে পার্ক সার্কাস হয়ে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। প্রত‍্যক্ষদর্শীদের দাবি, তোপসিয়ার মোড়ে  আসতেই বাসের সামনে একটি মোটরবাইক চলে এসেছিল। মুখোমুখি সংঘর্ষ রুখতে কাটাতে গিয়ে পাশের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এর পরেই উল্টে যায়।

বাসটি এমন ভাবে উল্টে গিয়েছে, দরজাটি ওপরে চলে যায়। তার ফলে যাত্রীদের প্রথমে উদ্ধার করা যায়নি। স্থানীয়েরা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে সেখানে পুলিশ পৌঁছোয়। বাসের পিছনের দিকে কাচ ভেঙে যাত্রীদের বের করে আনা হয়েছে। বাসের কন্ডাক্টর দরজায় আটকে যান। তাঁকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর, ঘটনায় অন্তত ২২ জন জখম হয়েছেন। তার মধ্যে বাসের কন্ডাক্টরের চোট গুরুতর। সবাইকে ন‍্যাশনাল মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বাসের যন্ত্রাংশ, চাকা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে। এর জেরে যানজটের সৃষ্টি হয়েছে।


Share