Virat Kohli

৯৩ রানের ইনিংসেই বাজিমাত! রোহিতকে টপকে ওডিআই ব্যাটারদের এক নম্বর বিরাট কোহলি

প্রায় পাঁচ বছর পরে ফের বিশ্ব সেরা বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রানের ইনিংসের সুবাদে আইসিসি ওডিআই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে টপকে এক নম্বরে উঠলেন ‘কিং’ কোহলি।

বিরাট কোহলি
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৬:১৪

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ৩৭ বছর বয়সেও তাঁর ব্যাটের ধার কিংবা জয়ের খিদে এতটুকুও কমেনি। দেশ-বিদেশ, অস্ট্রেলিয়া হোক বা দক্ষিণ আফ্রিকা সব জায়গাতেই ভারতের হয়ে এক দিনের ক্রিকেটে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে ৯৩ রানের ম্যাচ জেতানো ইনিংস তারই সাম্প্রতিক উদাহরণ।

এই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারও মিলল। প্রায় পাঁচ বছর পরে ফের বিশ্ব সেরা হলেন ‘কিং’ কোহলি। আইসিসির এক দিনের ব্যাটারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন তিনি। ২০২১ সালের পরে এই প্রথম এক নম্বরের সিংহাসনে বসলেন বিরাট, টপকে গেলেন সতীর্থ রোহিত শর্মাকে।

আগের র‍্যাঙ্কিংয়ে রোহিত শর্মা ছিলেন এক নম্বরে, বিরাট ছিলেন দ্বিতীয় স্থানে। রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৮১ এবং কোহলির ৭৭৩ দু’জনের মধ্যে ব্যবধান ছিল মাত্র আট পয়েন্ট। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রানের ইনিংস খেলার পর কোহলির রেটিং বেড়ে দাঁড়ায় ৭৮৫। সেই ম্যাচে বড় ইনিংস খেলতে না পারায় রোহিত নেমে যান তিন নম্বরে, তাঁর রেটিং পয়েন্ট হয় ৭৭৫।

বর্তমানে দুরন্ত ছন্দে রয়েছেন কোহলি। শেষ পাঁচটি ইনিংসে তাঁর রান ৭৪, ১৩৫, ১০২, ৬৫ এবং ৯৩। এই ধারাবাহিক সাফল্যেই ফের শীর্ষস্থান দখল করলেন তিনি, যা খুশি করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাসে শেষবার আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন বিরাট কোহলি। এরপর ছন্দপতনের কারণে তাঁর জায়গা দখল করেন বাবর আজম। ২০২২ সালে একসময় প্রথম দশ থেকেও ছিটকে যান তিনি।  তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্সের পরে ২০২৫ সালের শেষে দ্বিতীয় স্থানে উঠে আসেন। এ বার রোহিতকে টপকে দখল করলেন শীর্ষস্থান।


Share