BJP Leader on Sharukh Khan

বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে দলে নেওয়ার প্রতিবাদ, বলিউড তারকা শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ উত্তরপ্রদেশের বিজেপি নেতার

গত বছরের ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের অকশন অনুষ্ঠিত হয়। সেই ‘মিনি অকশনে’ শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। বিনিময়ে ন’কোটি ৫০ লক্ষ খরচ করে। মুস্তাফিজুর রহমানকে এত দাম দিয়ে দলে নেওয়ার যৌক্তিকতা কী, তা নিয়েও ক্রিকেট বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

(বাঁ দিকে) বিজেপি নেতা সঙ্গীত সোম এবং শাহরুখ খান (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১০:৩৮

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে বলিউড তারকা শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা। মেরঠের বিজেপি নেতা সঙ্গীত সোমের দাবি, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্সে নেওয়ার তাঁর (শাহরুখ খান) এ দেশে থাকার কোনও অধিকার নেই।

বুধবার মেরাটে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম হুঁশিয়ারি, মুস্তাফিজুর রহমানকে বিমানবন্দর থেকেই বেরোতে দেওয়া হবে না। বিজেপি নেতা বলেন, “বাংলাদেশে আমাদের বোনেদের ধর্ষণ করা হচ্ছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে, অথচ শাহরুখ খান এ সব জেনেও তাঁর আইপিএল দলে মুস্তাফিজুর রহমানকে কিনেছেন।” সঙ্গীত সোমের দাবি, “এই ধরনের বিষয় (বাংলাদেশি খেলোয়াড়দের) এ দেশে মেনে নেওয়া হবে না।”

সম্প্রতি আইপিএলের অকশনে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে প্রায় ১০ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলে সই করিয়েছে। শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলে কটাক্ষ করে বিজেপি নেতা বলতে চেয়েছে, শাহরুখ খানেকে বুঝতে হবে, তিনি এই দেশের মানুষের জন্যই তারকা। দেশের মানুষের সমর্থন ছাড়া তাঁর কোনও অস্তিত্ব নেই। এর পরেই তিনি বলেন, “শাহরুখ খানের এ দেশে থাকার কোনও ‘অধিকার’ নেই। তাঁর (শাহরুখ) উচিৎ দেশ ছেড়ে চলে যাওয়া।”

বিজেপি নেতা সঙ্গীত সোম আরও বলেন, “এই দেশে দেশদ্রোহীদের কোনও অভাব নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা জাতিকে কলঙ্কিত ও অপমানিত করতেই থাকবে।” বিজেপি নেতার আরও অভিযোগ, “কিছু মানুষ চলচ্চিত্র ও ক্রিকেটের মাধ্যমে ‘দেশবিরোধী কার্যকলাপকে উৎসাহ’ দিচ্ছে। এই ধরনের লোকদের চিহ্নিত করা প্রয়োজন।” পাশাপাশি তাঁদের নজরদারির আওতায় আনা উচিৎ বলেনও দাবি করেন মেরঠের বিজেপি নেতা।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএলের অকশন অনুষ্ঠিত হয়। সেই ‘মিনি অকশনে’ শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। বিনিময়ে ন’কোটি ৫০ লক্ষ খরচ করে। মুস্তাফিজুর রহমানকে এত দাম দিয়ে দলে নেওয়ার যৌক্তিকতা কী, তা নিয়েও ক্রিকেট বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। 


Share