Fire Incident

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন, হতাহতের কোনও খবর নেই

দমকলের তিনটি ইঞ্জিন কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার আসল কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ।

রবিশঙ্কর প্রসাদ।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৩:৪৬

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদের বাড়িতে অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। বুধবার সকালে দিল্লিতে তাঁর সরকারি বাসভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলবাহিনী।

জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ০৫ মিনিটে ঘটনাটি ঘটে। রবিশঙ্করের সরকারি বাসভবনটি দিল্লির লুটিয়েন্স জ়োনের ২১ মাদার টেরিজা ক্রিসেন্ট রোডে রয়েছে। দমকল সূত্রে খবর, প্রথমে তাঁরা জানতে পারে লুটিয়েন্স জ়োনের ২ নম্বর বাড়িতে আগুন লেগেছে। তবে পরে গিয়ে জানতে পারে আগুন লেগেছে ২১ নম্বর অর্থাৎ রবিশঙ্করের সরকারি বাসভবনে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি একটি ঘরে প্রথমে আগুন লাগে। বিষয়টি নজরে আসতে খবর দেওয়া হয় দমকলে।

দমকলের তিনটি ইঞ্জিন কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার আসল কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে দমকল এবং পুলিশ।


Share