Elephant Death

তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে বোমা গিলে মৃত্যু এক হস্তিশাবকের, জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেহ

বুনো ফল ভেবে বোমা গিলে মৃত্যু দু’বছরের হস্তিশাবকের। তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে মর্মান্তিক ঘটনায় গ্রেফতার এক কৃষক। ফের বন্যপ্রাণ সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, তামিলনাড়ু
  • শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১২:৫৭

বোমা গিলে ভয়ানক পরিণতি দু'বছরের হস্তিশাবকের। তামিলনাড়ুর সত্যমঙ্গলম টাইগার রিজার্ভে দিন কয়েক আগে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে স্থানীয় এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। বন দফতরের অনুমান, হাতির পালকে তাড়াতে তাদের যাতায়াতের পথে বোমা রাখা হয়েছিল। বুনো ফল ভেবে সেটি খেয়েই দুর্ঘটনার কবলে পড়ে হস্তিশাবকটি।

বন দফতরের আধিকারিকরা জঙ্গলে টহল দেওয়ার সময় হস্তিশাবকের দেহটি উদ্ধার করেন। শুঁড় ও মুখের কাছে গুরুতর রক্তক্ষরণের চিহ্ন দেখা যায়। সঙ্গে সঙ্গে পশু চিকিৎসকদের খবর দেওয়া হয়। ময়নাতদন্তে চিকিৎসকেরা নিশ্চিত করেন, বোমা গিলে ফেলা ও বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে শাবকটির।

বন দফতরের তরফে জানানো হয়েছে, প্রায়ই হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে, ফলে ফসলের ক্ষতি হয়। সেই ক্ষতি রুখতেই কিছু কৃষক হাতিদের চলাচলের পথে বোমা ফেলে রাখেন। এমনই একটি বোমা বুনো ফল ভেবে গিলে ফেলার ফলেই প্রাণ যায় ওই হস্তিশাবকের। এই ঘটনায় কালিমুথু (৪৩) নামে এক স্থানীয় কৃষককে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে কেরালায় অনুরূপ ঘটনা ঘটেছিল। বুনো শুয়োর তাড়াতে কুমড়োর মধ্যে বোমা লুকিয়ে রাখা হয়েছিল। তা খেতে গিয়েই বিস্ফোরণে গুরুতর আহত হয় ১৫ বছরের একটি হাতি। পরে নন্দনকানন চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে হাতিটির মৃত্যু হয়।


Share