Where Is the Asia Cup Trophy?

‘নিখোঁজ’ এশিয়া কাপের ট্রফি, নাকভি বেআইনি ভাবে নিজের কাছে রেখেছে, মনে করছে বোর্ড! মঙ্গলবারের বৈঠকে ঝড় ওঠার সম্ভাবনা

মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টের সময় এই বৈঠক হওয়ার কখা। সূত্রের খবর, বিসিসিআই সরকারি ভাবে ট্রফি চেয়ে আবেদন করবে। তাতে নকভি যদি রাজি হয় তো ভাল, না হলে বোর্ড পরবর্তী পদক্ষেপের কথাও ভেবে রেখেছে।

এশিয়া কাপের ট্রফি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট:৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৯

রবিবার শেষ হয়েছে এশিয়া কাপ। হেরেছে পাকিস্তান। মুখে চুনকালী মেখেও হার মানেনি। এর পরে সময় যত গড়াচ্ছে বিতর্ক তত বাড়ছে। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। জানা গিয়েছে, সেই বৈঠকে ট্রফি বিতর্ক নিয়ে ঝড় তুলবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রবিবার ফাইনালের পর ভারতীয় ক্রিকেট দল মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু সেই বিতর্ক এখন ছাপিয়ে গিয়েছে। ট্রফিটি এখন কোথায় আছে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় বোর্ডের দৃঢ় বিশ্বাস, ট্রফি রয়েছে মহসিন নকভির ব‍্যক্তিগত ‘জিম্মায়’। নকভি পাকিস্তানের মন্ত্রী। একই সঙ্গে সে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম‍্যানও। এই নকভির হাত থেকে ট্রফি নিতে হবে বলেই সূর্যকুমার যাদবেরা বেঁকে বসেছিল। সূর্য যদি ট্রফি না-ই পান, তা হলে সেটি গেল কোথায়? ভারতীয় বোর্ড মনে করছে, ট্রফি নকভি নিজের কাছেই রেখেছে। এবং সেটা বেআইনি ভাবে। বোর্ড এই নিয়ে মঙ্গলবার দুবাইয়ের বৈঠকে প্রতিবাদ জানাবে।

মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টের সময় এই বৈঠক হওয়ার কখা। সূত্রের খবর, বিসিসিআই সরকারি ভাবে ট্রফি চেয়ে আবেদন করবে। তাতে নকভি যদি রাজি হয় তো ভাল, না হলে বোর্ড পরবর্তী পদক্ষেপের কথাও ভেবে রেখেছে। মনে করা হচ্ছে, সেখানেই বোর্ডের প্রতিনিধি বলবেন, ট্রফি নকভির কাছেই রয়েছে, যা বেআইনি ভাবে তিনি নিজের কাছে রেখেছেন।

প্রথমে জানা গিয়েছিল, ট্রফি রয়েছে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে। সংবাদ সংস্থা জানিয়েছিল, ট্রফিটি দুবাইয়ে এসিসি-র সদর দফতরে রয়েছে, যা দুবাইয়ের যে স্টেডিয়ামে ফাইনাল ম‍্যাচ হল, সেখান থেকে মাত্র চার কিলোমিটার দূরে। এই বাড়িটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দফতরের কাছেই। কিন্তু বোর্ডের দাবি, এসিসি দফতর বা অন‍্য কোথায় নয়, ট্রফি নকভির কাছে আছে। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া পরিষ্কার বলে দিয়েছিলেন, ‘নকভি ট্রফি নিয়ে পালিয়েছেন’।

মঙ্গলবারের বৈঠকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ‍্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলারের বোর্ডের প্রতিনিধিত্ব করার কথা। এই দু’জনেই এসিসির বোর্ডে আছেন। শুধু তা-ই নয়, নভেম্বরে আইসিসির বৈঠকেও বিষয়টি তুলবে বিসিসিআই।


Share