Immigration Visa

অন‍্যায় ভাবে আমেরিকার নাগরিকদের জনকল্যাণে ভাগ বসানো হচ্ছে! বাংলাদেশ, পাকিস্তান-সহ ৭৫টি দেশকে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করল ট্রাম্পের প্রশাসন

গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, তৃতীয় বিশ্বের দেশগুলির জন‍্য অভিবাসন ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই ভিসায় স্থগিতাদেশ কার্যকর করা হবে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
আমেরিকা
  • শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ০৪:৪৮

অন‍্যায় ভাবে দেশের নাগরিকদের জনকল‍্যাণে ভাগ বসাচ্ছে তাঁরা। সেই কারণেই বিশ্বের প্রায় ৭৫টি দেশকে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করতে চলেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, এই ধরনের ভিসা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। অভিবাসী ভিসা পাবেন না বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই ৭৫টি দেশের তালিকায় রয়েছে।

আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, ৭৫টি দেশের নাগরিকদের আমেরিকার অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে। এই সমস্ত দেশের অভিবাসীরা অন‍্যায় ভাবে আমেরিকার নাগরিকদের জনকল্যাণে ভাগ বসায়। নতুন যারা অভিবাসী হয়েছেন, তারা আমেরিকার নাগরিকদের সম্পদ হরণ করবে না- এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালিকায় থাকা ৭৫টি দেশের নাগরিকেরা আমেরিকার অভিবাসী ভিসা পাবেন না বলে জানিয়েছে ওয়াশিংটন।

কোন কোন দেশ এই ভিসা পাবে না, তার তালিকা প্রকাশ করেনি আমেরিকার বিদেশ দফতর। কয়েকটি নাম সেখানে উল্লেখ করা হয়েছে। সেই গুলি হল- সোমালিয়া, হাইতি ইরানের মতো দেশ। অভিযোগ, এই সমস্ত দেশের নাগরিকদের বিরুদ্ধে আমেরিকার জনগণের নানাবিধ অভিযোগ থাকে। তাই আমেরিকার নাগরিকদের উদারতার অপব্যবহার যাতে না হয়, সেটাই আগে বিদেশ দফতর নিশ্চিত করতে চাইছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রশাসন আমেরিকার নাগরিকদেরই বরাবর অগ্রাধিকার দিয়ে এসেছে।

বিদেশ দফতরের ঘোষণার আগে আমেরিকার সংবাদমাধ‍্যম ফক্স নিউজ এই খবরটি প্রকাশ করে। এনবিসি নিউজকে আমেরিকার এক শীর্ষ কর্তা তালিকায় ৭৫টি দেশের নাম নিশ্চিত করেছে। সেইগুলি হল- আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার (বার্মা), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিট্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলডোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

গত নভেম্বর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, তৃতীয় বিশ্বের দেশগুলির জন‍্য অভিবাসন ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই ভিসায় স্থগিতাদেশ কার্যকর করা হবে। ইতিমধ্যেই সেই সমস্ত দেশের আমেরিকার দূতাবাসের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান-সহ মোট ৭৫টি দেশ। 


Share