Venezuela Crisis

আরও বিপাকে ভেনিজুয়েলা প্রাক্তন স্বৈরশাসক! এ বার নিকোলাস মাদুরোর সমস্ত একাউন্ট বন্ধ করল সুইজ ব্যাঙ্ক

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের কথায়, এই সিদ্ধান্ত ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার অতিরিক্ত পদক্ষেপ। তবে কত বিষয়আশয় বাজেয়াপ্ত করা হয়েছে, বা সম্পদের মোট মূল্যই বা কত, সেই সম্পর্কে কোনও তথ্য দেয়নি সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রক।

স্বৈরশাসক নিকোলাস মাদুরোর সুইজ ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ করল সরকার।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৭

আরও বিপাকে ভেনিজুয়েলার স্বৈরশাসক নিকোলাস মাদুরো। এ বার সুইজ ব্যাঙ্কের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দিল কর্তৃপক্ষ। এই ব‍্যঙ্কের মধ‍্যেই দুর্নীতির অর্থ গচ্ছিত রাখা হয়েছিল। সুইজারল্যান্ডের সরকার জানিয়েছে, আগামী চার বছর তিনি ওই সমস্ত অ্যাকাউন্ট ব‍্যবহার করতে পারবেন না।

সংবাদ সংস্থা রয়টার্স সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রকের বিবৃতি উল্লেখ করে জানিয়েছে, এই অ‍্যকাউন্টগুলি শুধুমাত্র নিকোলাস মাদুরো-সহ মোট ৩৭ জন ব্যক্তি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। আগামী চার বছর পর্যন্ত এই অ‍্যাকাউন্ট ব‍্যবহার করা যাবে না। ভেনিজুয়েলার স্বৈরশাসক নিকোলাস মাদুরো দুর্নীতি মাধ‍্যমে অর্জিত অর্থ সুইজ ব‍্যাঙ্কে রাখত বলে মনে করা হচ্ছে। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রক মনে করছে, অবৈধ ভাবে অর্জিত সম্পদ যাতে দেশের বাইরে না যায়, তাই জন‍্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, মাদুরোর অবর্তমানে ওই অ‍্যাকাউন্টগুলি থেকে টাকা অন‍্য যায়গায় স্থানান্তর হতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডের সরকার জানায়, এটা সতর্কতামূলক পদক্ষেপ। এই নিষেধাজ্ঞা কেবল স্বৈরশাসক নিকোলাস মাদুরো ও তাঁর সহযোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য। সুইজারল্যান্ডের সরকার এ-ও জানিয়েছে, এই সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্ত বর্তমান ভেনিজুয়েলা সরকারের সদস্যদের ওপর প্রযোজ্য নয়। যদি কোনও সম্পদ অবৈধ ভাবে অর্জিত হয়েছে বলে প্রমাণিত হয়, তবে তা ভেনিজুয়েলার জনগণের স্বার্থে ফেরত দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের কথায়, এই সিদ্ধান্ত ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার অতিরিক্ত পদক্ষেপ। তবে কত বিষয়আশয় বাজেয়াপ্ত করা হয়েছে, বা সম্পদের মোট মূল্যই বা কত, সেই সম্পর্কে কোনও তথ্য দেয়নি সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রক।

সরকার আরও জানিয়েছে, বর্তমানে ভেনিজুয়েলায় রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে রয়েছে। আগামী কয়েক দিন ও সপ্তাহে নানা রকম পরিস্থিতি তৈরি হতে পারে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। উত্তেজনা প্রশমনের পাশাপাশি সংযম বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন আগে গভীর রাতে ভেনিজুয়েলার কারাকাসে এয়ার স্ট্রাইক করেই দিলেন ডোনাল্ড ট্রাম্প। তার পরেই স্বৈরশাসক নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল আমেরিকার। তাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। আমেরিকার মাটিতেই স্বৈরশাসক নিকোলাস মাদুরোর বিচার হবে।


Share