Bangladesh Turmoil

বাংলাদেশের আবার আক্রান্ত হিন্দু, সাংবাদিকের মাথায় গুলি করে খুন করল দুষ্কৃতীরা, মৃত্যু নিশ্চিত করতে কাটা হল গলা

নিহত রানাপ্রতাপের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামে। সোমবার যশোরের মনিরামপুরের কপালিয়া বাজারে কাছে ঘটনাটি ঘটেছে। সেখানেই ৩৮ বছর বয়সী রানাপ্রতাপের একটি বরফ কল রয়েছে। এ ছাড়াও, তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

নিহত হিন্দু যুবকের নাম রানাপ্রতাপ বৈরাগী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ১২:০৯

নৈরাজ্য বাংলাদেশে। আবার আক্রান্ত হল হিন্দু। জানা গিয়েছে, সেখানে এক হিন্দু যুবককের মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে কাটা হয়েছে গলা। মৃতের নাম রানাপ্রতাপ বৈরাগী। তিনি পেশায় সাংবাদিক।

নিহত রানাপ্রতাপের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামে। সোমবার যশোরের মনিরামপুরের কপালিয়া বাজারে কাছে ঘটনাটি ঘটেছে। সেখানেই ৩৮ বছর বয়সী রানাপ্রতাপের একটি বরফ কল রয়েছে। এ ছাড়াও, তিনি নড়াইল থেকে প্রকাশিত ‘দৈনিক বিডি খবর’ নামের একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ দিন সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ একটি মোটরবাইকে চেপে তিন দুষ্কৃতী তাঁর বরফ কলের আসে। সেই সময় রানাপ্রতাপ বরফ কলের ভিতরেই ছিলেন। তাঁকে কিছু বলে ডেকে নিয়ে যায়। সেখানকার পশ্চিম পাশে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই রানাপ্রতাপের মাথা লক্ষ্য করে পর পর তিনটি গুলি ছোঁড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরে মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় গলা।

এ ঘটনার পরপরই কপালিয়া বাজার এবং আশপাশের এলাকা থেকে লোকজন এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে মনিরামপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ‘প্রথম আলো’-কে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ রজিউল্লাহ খান জানিয়েছে, রানাপ্রতাপ বৈরাগীর মাথায় তিনটি গুলি করা হয়েছে। তার পরে গলা কেটে হত‍্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত মাসের বাংলাদেশের ইসলামিক সংগঠনের নেতা ওসমান হাদির মৃত্যু হয় সিঙ্গাপুরের হাসপাতালে। তার পর থেকে বাংলাদেশের একাধিক জায়গা উত্তপ্ত হয়েছে।ইসলামিক দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে একাধিক হিন্দু ধর্মাবলম্বীরা। এ দিনের ঘটনার প্রসঙ্গে থানার ওসি আরও বলেন, তাঁকে হত‍্যার কারণ স্পষ্ট নয়। কে বা কারা এ হত‍্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।


Share