Explosions Took Place At Ayodhya

উত্তরপ্রদেশের অযোধ্যায় ভয়াবহ বিস্ফোরণ, ধসে গেল গোটা বাড়ি, মৃত কমপক্ষে পাঁচজন, জখম একাধিক

ঘটনার খবর পাওয়ামাত্র তৎপর হয় প্রশাসন। কী কারণে বিস্ফোরণ, কত মৃত্যু, কারা আহত, সব সরেজমিনে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মতো তখনই ঘটনাস্থলে পৌঁছোন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।
নিজস্ব সংবাদদাতা, অযোধ্যা
  • শেষ আপডেট:১০ অক্টোবর ২০২৫ ০১:১৩

ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল উত্তরপ্রদেশের অযোধ্যার একটি গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় পাগলাভারী গ্রামে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের পরে গোটা বাড়ি ধসে গিয়েছে। ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন বলে খবর। বেশ কয়েক জন জখম হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সন্ধ্যায় অযোধ্যার পুরাকলন্দর থানা এলাকার ওই গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় তাসের ঘরের মতো ভেঙে যায় বাড়িটি। ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। বাড়ির ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে উদ্ধারকাজ চলছে। 

ঘটনার খবর পাওয়ামাত্র তৎপর হয় প্রশাসন। কী কারণে বিস্ফোরণ, কত মৃত্যু, কারা আহত, সব সরেজমিনে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই মতো তখনই ঘটনাস্থলে পৌঁছোন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়। নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রাথমিক অনুমান, ঘরের মধ্যে মজুত থাকা বাজি ফেটে এই বিস্ফোরণটি হয়ে থাকতে পারে। পুলিশের এ-ও দাবি, ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। 

জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারও ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছেন। অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডের ধারণা, “বিস্ফোরণের কারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা রান্নাঘরে কুকার ফেটে যাওয়া। তবে ফরেনসিক রিপোর্ট এলেই ঘটনার কারণ বোঝা যাবে।”

সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সমাজমাধ্যমে অখিলেশ লিখেছেন, “অযোধ্যায় বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। আহতদের যথাযথ চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত। বিষয়টির তদন্ত করা উচিত।”


Share