PM Modi on Assault of MP-MLA

ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত বিজেপির সাংসদ-বিধায়ক, নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিজেপি নেতাদের অভিযোগ, পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। খগেনবাবুকে রক্তাক্ত অবস্থায় কোনও মতে উদ্ধার করে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চোখের নিচের হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। এই ঘটনাটি দুটি রাজনৈতিক দলের নিয়মিত বিরোধীতায় ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ও দিল্লি
  • শেষ আপডেট:০৭ অক্টোবর ২০২৫ ০১:৫১

ভূমিধসে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গে দুই বিজেপি নেতার উপর হামলার পর সোমবার কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ফের রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের বিরুদ্ধে ‘প্রাকৃতিক দুর্যোগের রাজনীতিকরণ’ করার অভিযোগ তুলেছেন। 

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ৩০ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার একদিন পর জলপাইগুড়ির নাগরাকাটায় ত্রাণ ও পরিদর্শনের সময় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর এক দল জনতা হামলা চালায়।

বিজেপি নেতাদের অভিযোগ, পরিকল্পিত ভাবে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। খগেনবাবুকে রক্তাক্ত অবস্থায় কোনও মতে উদ্ধার করে শিলিগুড়ির হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চোখের নিচের হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। এই ঘটনাটি দুটি রাজনৈতিক দলের নিয়মিত বিরোধীতায় ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে। ভূমিধসের জেরে চলা অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মধ্যে নতুন করে রাজনৈতিক ঝড় তুলেছে।

প্রধানমন্ত্রী মোদী এই হামলার জন্য রাজ‍্যের শাসক দলকে নিশানা করে বলেন, তিনি চান রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস এই ধরনের ‘চ্যালেঞ্জিং পরিস্থিতিতে’ সহিংসতার পরিবর্তে মানুষকে সাহায্য করার দিকে বেশি মনোযোগী হোক।


Share