Manchester synagogue attack

ম্যানচেস্টারে ইহুদি উপাসনালয়ে জঙ্গি হামলায় মৃত দুই, পুলিশের গুলিতে মৃত্যু হামলাকারীর

ঘটনার সময় সিনাগগের বাইরে বেশ ভিড় ছিল। পুলিশ এই ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করেছে। হামলাকারী সিরিয়ান বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। তার নাম জেহাদি আল শামি। হামলায় জড়িত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলাকারী জেহাদি আল শামি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতা
  • শেষ আপডেট:০৩ অক্টোবর ২০২৫ ০৩:১৩

ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় পবিত্র দিন 'ইয়োম কিপুর' উপলক্ষে হাজির প্রার্থনাকারীদের ওপর জঙ্গি হামলা হল ইংল‍্যান্ডের ম‍্যানচেস্টারে। জঙ্গি হামলায় দু’জন প্রার্থনাকারীর মৃত্যু হয়েছে। 
আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মীও রয়েছেন। পুলিশ গুলি করে হামলাকারীকেও হত্যা করেছে। হামলাকারী সিরিয়ান বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। তার নাম জেহাদি আল শামি। হামলায় জড়িত সন্দেহে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশের (জিএমপি) তথ্য অনুযায়ী, মানুষ যখন উপাসনায় যোগ দিচ্ছিলেন তখনই এই হামলা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে জরুরি সেবায় ফোন আসে, একটি গাড়ি উপাসনাকারীদের দিকে ছুটে গিয়েছে এবং ছুরি হাতে এক ব্যক্তি ইহুদি প্রার্থনাকারীদের ওপর আক্রমণ করছে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই হামলাকারীকে গুলি করে হত্যা করে। সকাল ৯টা ৩৮ মিনিটেই সন্দেহভাজন মারা যায়। পুলিশ জানিয়েছে, উপাসনাকারীরাই হামলাকারীকে ভবনের ভেতরে ঢুকতে বাধা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার সময় সিনাগগের বাইরে বেশ ভিড় ছিল। পুলিশ এই ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করেছে।
ইয়োম কিপুর ইহুদিদের ধর্মীয় ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন। দিনটিকে প্রায়শ্চিত্তের সময় হিসেবে দেখা হয় এবং ইহুদিরা মনে করেন এদিনে ঈশ্বর আগামী বছরের জন্য ব্যক্তির ভাগ্য নির্ধারণ করে।
ইহুদিরা এদিন উপবাস পালন করেন। এটি প্রার্থনা ও আত্মশুদ্ধির দিন এবং এদিনে কাজকর্ম নিষিদ্ধ থাকে। অনেকে যারা নিয়মিত সিনাগগে যান না, তারাও এই দিনে যান। ফলে নিরাপত্তা বাড়ানো হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বলেন, “আমরা আমাদের ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য সবকিছু করব।” ঘটনার পর স্টার্মার ডেনমার্ক সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসে জরুরি বৈঠক ডাকেন। গোটা ঘটনার নিন্দা করে বিবৃতি জারি করেছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক।


Share