Communist Party Flag Was Torn Down by Protesters

ইতিহাসের পুনরাবৃত্তি, নেপালের কমিউনিস্ট পার্টির সদর দফতরে ভাঙচুর, ছেড়া হল লাল পতাকা, ভিডিয়ো ভাইরাল

আন্দোলনের চাপে পড়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার সকালে কেপি শর্মা ওসির পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয় নেপালের রাজধানী। পরে সেনাবাহিনীর পরামর্শে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন।

নেপালের কাঠমান্ডুতে কমিউনিস্ট পার্টি পতাকা ছিঁড়ে দিল আন্দোলনকারীরা।
নিজস্ব সংবাদদাতা, কাঠমান্ডু
কাঠমান্ডু
  • শেষ আপডেট:০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৭

সোভিয়েত রাশিয়ার পতন কিংবা জার্মানির দেওয়াল ভাঙার ঘটনা, সব ক্ষেত্রেই সরকারের তৈরি করা কমিউনিস্ট নেতাদের মূর্তি ভেঙে ফেলেছিল আন্দোলনকারীরা। নেপালের ক্ষেত্রেও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল। মঙ্গলবার আন্দোলনকারীরা কাঠমান্ডুর আকৃতি মার্গের কমিউনিস্ট পার্টি সদর দফতরে ঢুকে ভাঙচুর চালায়। খুলে দেওয়া হয় কমিউনিস্ট পার্টির পতাকা। অগ্নিসংযোগও করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে।

সম্প্রতি নেপালে দুর্নীতির বিরোধী আন্দোলন হয়। এই অবস্থায় সেদেশের কমিউনিস্ট সরকার সমাজমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মঙ্গলবার সেই আন্দোলনের আঁচ কমিউনিস্ট পার্টির সদর দফতরে এসে পড়ে। এক দল আন্দোলনকারী অফিসে ঢুকে পড়ে ব‍্যপক ভাঙচুড় চালায়। গোটা বাড়ির চারদিকে আন্দোলনকারীরা ঘিরে ফেলে ইটবৃষ্টি শুরু করে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন কলকাতা।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক যুবক সদর দফতরে ছাদে উঠে ‘কাস্তে হাতুড়ি’র কমিউনিস্ট পার্টির পতাকা ধরে পরপর হেঁচকা টান দিচ্ছেন। তাতেও ‘লাল পতাকা’ না ছিঁড়লে আরও জোরে টান দিচ্ছেন। এর পর টুকরো টুকরো করে নীচে ফেলে দেন। ভাঙা রয়েছে দফতরের জানালার কাঁচ। নীচে যুব আন্দোলনকারীরা আনন্দে মেতেছেন।

প্রসঙ্গত, নেপালে কমিউনিস্ট সরকারের দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু হতেই সমাজমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই আন্দোলনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় কাঠমান্ডু। অগ্নিসংযোগ করা হয় সংসদ ভবনে। নিয়ন্ত্রণ করতে পুলিশ আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারায় ১৯ জনের। জখম হয়েছে ৩০০ জনের বেশি আন্দোলনকারী।

গতকাল রাতেই আন্দোলনের চাপে পড়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার সকালে কেপি শর্মা ওসির পদত্যাগের দাবিতে ফের উত্তাল হয় নেপালের রাজধানী। পরে সেনাবাহিনীর পরামর্শে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। পদত্যাগ করেন নেপালের রাষ্ট্রপতিও। 

এ দিন আন্দোলনরত জনতা প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে অগ্নিসংযোগ করে দেয়। তাতে ঝলসে মৃত্যু হয়েছে ঝালানাথের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরের। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার নেপালের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তথা দেশের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার ঘটনায় ঘটেছে।

এ ছাড়াও নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। অপর প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিপিএন নেতা প্রচণ্ডের বাসভবনেও আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ছাড়া সদ্য ইস্তফা দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং টেলিযোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুংয়ের বাসভবনেও আগুন ধরানো হয়েছে। এ ছাড়া ইউএমএল নেতা মহেশ বাসনেত্র বাড়িতেও আগুন ধরানো হয়েছে।


Share